আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শীতকে উপেক্ষা করে মাঠঘাটে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। পোস্টার ছাপিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঙ্গে লবিংয়ের পাশাপাশি এলাকায় ওয়ার্ডভিত্তিক চালাচ্ছেন গণসংযোগ। এবার আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে অসম প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিমত স্থানীয় নেতাকর্মীদের। তাই, নির্বাচন যত এগোচ্ছে নেতাকর্মীদের মধ্যে তত উৎসাহ বাড়ছে। অন্যান্য প্রার্থীদের মতো মেয়র প্রার্থী, যুবলীগ নেতা তুষারও নিজের সামর্থ্য প্রদর্শন ও আগামী নির্বাচনে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে মাঠঘাট চষে বেড়িয়ে চলেছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে পৌর এলাকার ঘোড়াশাল বাজার ও ৭ নং ওয়ার্ডে এক বিশাল গণসংযোগ করেন তিনি।
Leave a Reply