নির্বাচন কমিশন থেকে এখনো সময় নির্ধারণ হয়নি ঘোড়াশাল পৌর নির্বাচনের সম্ভাব্য তারিখ। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আগাম নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে নতুন বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে কাঙ্খিত ঘোড়াশাল পৌর নির্বাচন। নির্বাচনকে ঘিরে আগাম নির্বাচনী প্রচারণা ও গণ-সংযোগে ব্যস্ত সময় পার করছে পলাশের ক্লিন ইমেজ ম্যান হিসেবে পরিচিত যুবলীগ নেতা আল-মুজাহিদ হোসেন তুষার।
রাজনৈতিক ভাবে একজন সফল সংগঠক, ক্রীড়া প্রেমি ও মানব সেবক হিসেবে ইতিমধ্যে তিনি সকলের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। এবার আসন্ন ঘোড়াশাল পৌর নির্বাচনে তিনি মেয়র পদে লড়বেন। এ উপলক্ষে দিন রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যুবলীগ নেতা তুষার। প্রতিদিন সকাল থেকে রাত অবদী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের জনসাধারণের কাছে ঘুরে ঘুরে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন। এলাকার বিভিন্ন সমস্যা, দুর্ভোগ সমাধানে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতী। আসন্ন ঘোড়াশাল পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, মানুষের শাসক হিসেবে মেয়র পদে প্রার্থী হচ্ছি না। সাধারণ মানুষের না বলা কথা ও চাওয়া পাওয়া বাস্তবায়নসহ একটি আধুনিক পৌরসভা গঠনে কাজ করতে আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছি। ন্যায় বিচার, সু-শাসন, উন্নত সেবা ও জনগণের মেয়র হিসেবে থাকাটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য।
Leave a Reply