নরসিংদীর বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি হয়ে যাওয়া ৬টি অটোরিকশা, ৬টি ব্যাটারি ও ৮টি চার্জার উদ্ধার করা হয়। গতকাল রবিবার ও আজ সোমবার দুইদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের তাহিরপুর পাতাঘাটের মৃত. সেলিম মিয়ার ছেলে বাছির মিয়া(২৩), নরসিংদীর শিবপুর বারৈগাও এর মৃত. জজ মিয়ার ছেলে তারেক মিয়া(২২) ও মনোহরদীর দীঘাকান্দীর মৃত. রমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৫৫)। আজ সোমবার সন্ধায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রূপন কুমার সরকার পিপিএম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল রবিবার জাকির হোসেন নামে এক ব্যক্তি পুলিশ সুপারের কার্যালয়ে এসে মৌখিক অভিযোগ করেন যে, তিনি একটি অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেয় এবং কিছুদিন চালানোর পর গত মাসের ২৮ তারিখ থেকে অটোরিকশাসহ বাছিরকে পাওয়া যাচ্ছে না। তার এই অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান গতকাল রাত ১০টার দিকে বাদীসহ অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার থেকে বাছির মিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া ৬ টি অটোরিকশা, ৬ টি ব্যাটারী ও ৮ টি চার্জার উদ্ধারসহ তারেক ও জাহাঙ্গীর নামে আরো ২জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিদর্শক রূপন কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিকশা চুরি করে রং পরিবর্তন করে বিক্রি করে আসছে। এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply