ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন সাধারচর ইউনিয়নের ধর্ম প্রাণ মুসুল্লিরা। শুক্রবার বাদজুমা দক্ষিন সাধারচর উচ্চ বিদ্যালয় মাঠ এর প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি সাধারচর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারচর ইউনিয়ন পরিষদ সদস্য হাজী বাবুল সরকার, ওলামা পরিষদ সাধারচর ইউনিয়ন সদস্য মাওলানা আতাউর রহমান, হাজী নূরুল আমিন, মাওলানা ইকবাল হোসেন। প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র সমালোচনা করেন এবং এ ঘটনায় অভিযুক্তদের কে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
Leave a Reply