নরসিংদীর পলাশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিনারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জিনারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজী। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন,জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন,জিনারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি এডঃ সাইফুল ইসলাম গাজী, জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি প্রধান, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল হক প্রমুখ। এসময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমানে দায়িত্বরত প্রফেসর কামরুল ইসলাম গাজীর পক্ষে নির্বাচনী কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
Leave a Reply